তিন সপ্তাহের বেশি সময় ধরে নিখোঁজ মালয়েশীয় উড়োজাহাজের সন্ধান এ যাবতকালের ‘সবচেয়ে দুরূহ’ (মোস্ট চ্যালেঞ্জিং) কাজ বলে মন্তব্য করেছেন সন্ধান কাজের সমন্বয়ক এয়ার চিফ মার্শাল আঙ্গুস হাস্টন। সন্ধান কাজে আরো কয়েক সপ্তাহ লেগে যেতে পারে বলেও মন্তব্য করে এ অস্ট্রেলিয়ান।
গত ৮ মার্চ মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাত্রাকালে নিখোঁজ হয় এইএইচ৩৭০ ফ্লাইটটি। বিমানটিতে ২৩৯ জন আরোহী ছিল। সর্বশেষ দশটি প্লেন ও নয়টি জাহাজ ভারত মহাসাগরে উড়োজাহাজটির সন্ধান করে যাচ্ছে।
মঙ্গলবার হাস্টন বলেন, উড়োজাহাজ সন্ধানের কাজটি ‘খুবই জটিল’। জয়েন্ট এজেন্সি কো-অর্ডিনেশন সেন্টারের (জেএসিসি) প্রধান হাস্টন বলেন, কাজটি কঠিন কারণ কোথা থেকে কাজটি শুরু করবে সেটা আমরা জানি না। আমাদের কাছে কোনো ‘হার্ড ইনফরমেশন’ নেই।
তিনি বলেন আগামী দু’সপ্তাহের মধ্যে আমরা কাজটি সেরে ফেলতে পারব এ বিষয়েও নিশ্চয়তা দিতে পারব না।
এদিকে মঙ্গলবার মালিয়েশিয়া সরকার ফ্লাইটটির সঙ্গে কুয়ালালামপুরের এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের যোগাযোগের পুরো ট্রান্সক্রিপ্ট প্রকাশ করেছে। এতে তারা অস্বাভাবিক কিছু পাননি বলে জানান।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪