ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারে অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৪
নিখোঁজ বিমানের ব্ল্যাকবক্স উদ্ধারে অভিযান শুরু

ঢাকা: নিখোঁজ মালয়েশীয় বিমানের ধ্বংসস্তূপ উদ্ধার করা না গেলেও দক্ষিণ ভারত মহাসাগরে বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারে তৎপরতা শুরু হয়েছে।

শুক্রবার পানির তলদেশে অনুসন্ধানক্ষম ডিজিটাল ডিভাইসযুক্ত দুটি জাহাজ কাজ শুরু করবে।

জাহাজ দুটি পানির নিচের ২৪০ কিমি পর্যন্ত অনুসন্ধান চালাতে পারবে।

এ ছাড়াও ১৪টি বিমান ও নয়টি জাহাজ মালয়েশীয় এমএইচ৩৭০ বিমানটির ধ্বংসস্তূপের খোঁজে দক্ষিণ ভারত মহাসাগরে অনুসন্ধান চালাবে।

অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে এই অনুসন্ধান তৎপরতা সমন্বয় করা হবে।

এদিকে, জয়েন্ট এজেন্সিজ কো-অর্ডিনেশন সেন্টার (জেএসিসি) এর প্রধান আঙ্গাস হাউসটন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিখোঁজ বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধারে পানির তলে অনুসন্ধান-সক্ষম ডিভাইসসম্পন্ন দুটি জাহাজ কাজ শুরু করবে। আশা করা যাচ্ছে, ব্ল্যাকবক্স উদ্ধারে সক্ষম হবে।

তিনি আরো জানান, বিমান বিধ্বস্তের ৩০ দিন পর্যন্ত ব্ল্যাকবক্স সংকেত পাঠাতে পারে। এরপর সেটি সংকেত পাঠানো বন্ধ করে দেয়।

অপরদিকে, জেএসিসি থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার ১০টি সামরিক বিমান, চারটি বেসামরিক বিমান এবং নয়টি জাহাজ নিখোঁজ বিমানের ধ্বংসস্তূপের খোঁজে অনুসন্ধান চালাবে।

অস্ট্রেলিয়ার শহর পার্থ থেকে দুই লাখ ১৭ হাজার বর্গকিমি দূরে এবং এক হাজার সাতশ কিমি উত্তর-পশ্চিমে এ অনুসন্ধান কাজ চালানো হবে।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।