ঢাকা: নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে ইরাকের বহুল আলোচিত ও ‘বিতর্কিত’ আবু গারিব কারাগার বন্ধ ঘোষণা করেছে দেশটির বিচার মন্ত্রণালয়।
মঙ্গলবার দেশটির বিচারমন্ত্রী হাসান আল শিমারি সরকারের পক্ষে এ ঘোষণা দেন
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয় প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সরকার এই কারাগার বন্ধ ঘোষণার পাশাপাশি কারাগারটিতে বন্দী থাকা দুই হাজার ৪০০ কয়েদীকে উত্তর প্রদেশের বিভিন্ন কারাগারসহ দেশের অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছে।
দেশটির রাজধানী বাগদাদের পশ্চিমের একটি অশান্ত এলাকায় অবস্থিত এই কারাগার ২০০৪ সাল থেকে বিশেষভাবে আলোচনায় আসে। কারাগারটিতে বন্দী নির্যাতনের লোমহর্ষক চিত্র ফাঁস হলে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় ওঠে।
ইরাক অভিযানের পর থেকে মার্কিন সৈন্যরা কারাগারটিকে আটক ও অপহৃতদের চরম নির্যাতন কেন্দ্রে পরিণত করে।
এছাড়া, স্বৈরশাসক সাদ্দাম হোসেনের আমলেও শত শত বন্দী এই কেন্দ্রীয় কারাগারে নির্মম নির্যাতনের শিকার হয়ে মারা যান।
সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার বিচার মন্ত্রণালয়ের বিবৃতিতে ওই জেলখানাকে ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করে কয়েদীদের অন্যত্র স্থানান্তর করতে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে।
আবু গারিবকে ‘হট এরিয়া’ উল্লেখ করে বিবৃতিতে বিচারমন্ত্রী আল শিমারি বলেন, কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শঙ্কা থাকায় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে, ‘অভিশপ্ত’ কারাগারটি স্থায়ীভাবে নাকি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে- তা বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৪/আপডেট: ১৬৫০ ঘণ্টা