ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দুই পোপকে সাধু ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪
দুই পোপকে সাধু ঘোষণা পোপ জন পল দ্বিতীয় ও জন ত্রয়োবিংশ

ঢাকা: রোমান ক্যাথলিক চার্চের সাবেক দুই প্রধান পোপ জন পল দ্বিতীয় ও জন ত্রয়োবিংশকে ‘সাধু’ (সেইন্ট) ঘোষণা করা হয়েছে। রোববার ভ্যাটিকান সিটিতে অবস্থিত ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ উপাসনালয় থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।



দুই পোপকে সাধু ঘোষণা দেওয়ার জন্য সেন্ট পিটার্স স্কয়ারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাথলিক চার্চের বর্তমান প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস ও তার পূর্বসূরী পোপ ষোড়শ বেনেডিক্ট।

সদ্য ‘সাধু’ ঘোষিত দুই পোপকে ‘সাহসী মানুষের প্রতীক’ আখ্যা দিয়ে পোপ ফ্রান্সিস বলেন, তারা ছিলেন পুরোহিত, বিশপ ও বিংশ শতাব্দীর পোপ। তারা একটি খারাপ সময় পার করে এসেছেন, কিন্তু এ সময় তাদের বিচ্যুত করতে পারেনি। তাদের কাছে সৃষ্টিকর্তাই সবচেয়ে ক্ষমতাশালী ছিলেন।

বিশ্বের রেডিও-টেলিভিশনসহ সংবাদ মাধ্যমগুলোতে প্রচারিত এ অনুষ্ঠানে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ ক্যাথলিক।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের প্রতিনিধিসহ শতাধিক বিদেশি অতিথি উপস্থিত ছিলেন।

রোমান ক্যাথলিক সম্প্রদায়ের ইতিহাসে এবারই প্রথম একইসঙ্গে দুই পোপকে সাধু ঘোষণা করা হলো।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা বলেন, রোমান ক্যাথলিক চার্চে রক্ষণশীল ও সংস্কারপন্থিদের এক করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ক্যাথলিক চার্চের দুই হাজার বছরের ইতিহাসে আর কখনো এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। যেমনটি ঘটেনি দুই পোপকে একসঙ্গে সাধু ঘোষণার ঘটনা, তেমনি ঘটেনি কোনো অনুষ্ঠানে দুই পোপের সভাপতিত্বের ঘটনা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।