ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষতিকর উপাদান সরিয়ে নিচ্ছে কোকাকোলা

আন্তর্জাতিক ডেস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মে ৬, ২০১৪
ক্ষতিকর উপাদান সরিয়ে নিচ্ছে কোকাকোলা

ঢাকা: জনমতের চাপে পড়ে অবশেষে নিজেদের পানীয় থেকে ক্ষতিকর উপাদান সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কোকাকোলা। চলতি বছরের মধ্যেই নিজেদের উৎপাদিত সকল পণ্য থেকে এই উপাদান সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন কোকাকোলার মুখপাত্র জশ গোল্ড।



ব্রোমিনেটেড ভেজিটেবল ওয়েল বা বিভিও নামে এই উপাদান কোকাকোলার পণ্য ফান্টা ও পাওয়ারেড ব্যবহার করা হয়। স্বাস্থ্য অধিকার কর্মীদের দাবি এই উপাদান শরীরের জন্য ক্ষতিকর।

আন্তর্জাতিক বাজারে কোকাকোলার প্রতিদ্বন্দ্বী পেপসি গত বছরই তাদের পানীয় থেকে ওই উপাদান সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছিলো। মাউন্টেন ডিউ এবং অ্যাম্প এনার্জি ড্রিংকসে এই উপাদান ব্যবহার করতো পেপসি।

এদিকে জনমতের চাপে বিভিও প্রত্যাহারের ঘোষণা দিলেও কোকাকোলা দাবি করেছে তাদের ব্যবহৃত বিভিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। তবে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য গবেষকরা দেখেছেন বিভিও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি এর প্রভাবে স্মরণশক্তি হ্রাস এবং চামড়া ও স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে।

বিভিও এর বিরুদ্ধে প্রচারণ‍া শুরু করেছিলেন ‍যুক্তরাষ্ট্রের মিসিসিপির সারাহ কাভানাহ নামের এক টিনএজ স্বাস্থ্য অধিকার কর্মী। অল্পদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বেই ছড়িয়ে পরে এই প্রচারণা।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, মে ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।