টোকিও: ভারতের সঙ্গে দশ বছর মেয়াদি মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করতে যাচ্ছে জাপানি সরকার--মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে টোকিও। খবর আইএএনএসের।
এই চুক্তির আওতায়, জাপানের গাড়ির যন্ত্রাংশ ও ইলেক্ট্রিক সামগ্রী রপ্তানির ক্ষেত্রে ইতিমধ্যে ধার্য করা ৯০ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হবে। একইসঙ্গে ভারতের কৃষি ও মৎস্য পণ্য জাপানে প্রবেশের ক্ষেত্রে ইতিমধ্যে ধার্য করা ৯৭ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হবে।
একজন কর্মকর্তা জানিয়েছেন, জাপানের পররাষ্ট্রমন্ত্রী সেইজি মায়েহারা এবং ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা বুধবার এ চুক্তিতে সই করবেন।
জাপান ও ভারত উভয় দেশ ২০০৭ সাল থেকে মুক্ত বাণিজ্য চুক্তির ব্যাপারে আলোচনা করে আসছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১১