ঢাকা: কেনিয়ার উপকূলে আবারো সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে এক মাসের মধ্যে ওই এলাকায় তৃতীয়বারের মতো বন্দুক হামলা ঘটনা ঘটলো।
কেনিয়ার পর্যটন শহর লিমু থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে উইতু শহরের পাশের একটি উপকূলীয় গ্রামে এ হামলার ঘটনা ঘটে বলে জানান কেনিয়া সরকার।
লিমু কাউন্টির কমিশনার স্টিফেন আইকোয়া বার্তা সংস্থা এএফপিকে জানায়, এক মাসের মধ্যে তৃতীয়বারের মতো এ অনাকাঙ্খিত ঘটনা ঘটলো। আমরা সেখানে সরকারি নিরাপত্তাকর্মীদের পাঠিয়েছি।
গত সপ্তাহেই উপকূলীয় এমপিকেতোনি জেলার হামলাতে অন্তত ৬০ জনের প্রাণহানীর খবর পাওয়া গিয়েছিলো।
কেনিয়ার রাষ্ট্রপতি ইউহুরু কেনিয়াত্তি এর জন্য প্রতিদেশী সোমালিয়ার আল-কায়দা ভিত্তিক জঙ্গি বাহিনীর আল-সাবাবকে দায়ী করেছিলেন।
এর সঙ্গে কেনিয়ার বিরোধী দলের ‘স্থানীয় ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জুন ২৪, ২০১৪