ঢাকা: গুজরাটের একটি স্কুলের শতাধিক ছাত্রের সাঁতার কেটে স্কুলে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে রাজ্য সরকারকে নোটিশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।
আগামী চার সপ্তাহের মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্যটির সরকারকে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সময়ও বেধে দিয়েছে সংস্থাটি।
জাতীয় মানবাধিকার কমিশন মনে করে, শিক্ষা যেমন শিশুদের অধিকার, তেমনি জীবনের নিরাপত্তাও তাদের অধিকার।
সম্প্রতি কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানায় যায়, গুজরাটের একটি গ্রামের শিশুরা প্রতিদিন সকালে পিতলের পাত্র হাতে নিয়ে নদীতে সাঁতার কেটে স্কুলে যায়। পিতলের পাত্রটিতেই তাদের বই-খাতা-কাপড়-চোপড় থাকে।
গ্রামবাসীর বরাতে সংবাদ মাধ্যমগুলো জানায, গ্রামটি থেকে ২০ কিলোমিটার দূরে স্কুলটি অবস্থিত। তাই শিশুরা সংক্ষিপ্ত রাস্তা হিসেবে নদী সাঁতরে যাওয়াটা বেছে নিয়েছে।
শিশুদের স্কুলে যাওয়ার পথ সহজীকরণসহ যোগাযোগ ব্যবস্থা আরও বেশি শক্তিশালী করতে ওই নদীর ওপর একটি সেতু নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে গ্রামবাসী।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৪