ঢাকা: মুম্বাইয়ের পুনেতে ছিনতাইকৃত বাসের চাপায় নয়জনকে হত্যার দায়ে চালক সন্তোষ এম মানের (৩৭) মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন উচ্চ আদালত। মঙ্গলবার সকালে সন্তোষ আপিল করলে মুম্বাই আদালত এই রায় বহাল রাখেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের জানুয়ারিতে সন্তোষ পাবলিক বাস ছিনতাই করে। দ্রুত পালাতে গিয়ে তিনি বেপরোয়াভাবে গাড়ি চালান। তিনি আশেপাশের গাড়ি আঘাত করে রাস্তার পথচারীদের ওপর গাড়ি তুলে দেন। এভাবে সন্তোষ দশ কি.মি গাড়ি চালিয়ে যান। এতে ৯জন ও অন্তত ৪০ জন আহত হন।
সিটি কোর্টের এ হত্যার দায়ে তাকে আগেই মৃত্যুদণ্ডাদেশ দেন। সন্তোষ আজ মুম্বাইয়ের উচ্চ আদালতে আপিল করলে সেখানেও তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
তার আইনজীবীদের দাবি, তিনি অনিচ্ছাকৃতভাবে এ ঘটনা ঘটিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৪