ঢাকা: সুন্নিপন্থি ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে।
এবার জোট বা কোয়ালিশন গঠনের জন্য আরব নেতাদের সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘বন্ধুরাষ্ট্র’ সৌদিতে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে সৌদি আরব ছাড়াও মিসর, জর্ডান, ইরাক, লেবানন ও তুর্কির মতো তেলসমৃদ্ধ দেশের নেতারাও থাকবেন।
বৃহস্পতিবার কেরি জেদ্দার রেড সি পোর্টে পা রেখেছেন।
ধারনা করা হচ্ছে, আএসের ঘাঁটি বলে পরিচিত সিরিয়ায় বিমান হামলা চালানোর বিষয়ই হতে পারে আলোচ্যসূচির প্রধান আলোচ্য বিষয়।
তাছাড়া সৌদির মাটিতে সিরিয়ান বিদ্রোহীদেরও প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। সেসঙ্গে যুক্তরাষ্ট্রের বিমানের পরিধি বাড়োনোর জন্য ওভারফ্লাইটের অনুমতি চাওয়া হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪