ঢাকা: ধূমপানের হার কমাতে সিগারেটের দাম প্রায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। এ লক্ষ্যে একটি প্রস্তাবনা তৈরি করেছে দেশটির সরকার।
প্রস্তাবনায় বলা আছে, বর্তমানে যেখানে প্রতি প্যাক সিগারেট কিনতে গুণতে হচ্ছে ২৫০০ ওয়ন (কোরিয়ান মুদ্রা) সেটি আগামী বছরের শুরুতে হবে ৪৫০০ ওয়ন। এর ফলে সরকারের আয় হবে ২ দশমিক ৮ ট্রিলিয়ন ওয়ন।
তবে বিরোধীদের চাপের মুখে সংসদে উত্থাপিত হতে যাওয়া প্রস্তাবনাটিতে কিছুটা পরিবর্তনও আসতে পারে।
বলা বাহুল্য, উন্নত দেশের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ধূমপানের হার সবচেয়ে বেশি বিশেষ করে পুরুষের মধ্যে। ২০১২ সালের এক তথ্য মতে, সেখানে ৪১ ভাগ পুরুষ ধূমপান করে থাকেন। গড় ধূমপানের হার ২৬ ভাগ।
এর আগে ২০০৪ সালে প্যাক প্রতি ৫০০ ওয়ন করে দাম বাড়ায় সরকার। এর ফলে ১৫ ভাগ ধূমপায়ী কমেছিল বলে সরকারের পরিসংখ্যানের দাবি।
এছাড়া সিগারেট প্রস্তুককারী প্রতিষ্ঠানকে ধূমপানের ভয়াবহতা সম্পর্কে ছবি সম্বলিত সতর্কবাণী ছাপাতে বাধ্য করা এবং সিগারেটের বিজ্ঞাপন নিষিদ্ধ করাও সরকারের বিবেচনায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৪