ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইবোলায় নিহত ২৪০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৮, সেপ্টেম্বর ১২, ২০১৪
ইবোলায় নিহত ২৪০০

ঢাকা: পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসে এখন পর্যন্ত দুই হাজার চারশ’ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা নিহতের দ্বিগুণ।



শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এ তথ্য জানিয়েছে।

জেনেভায় এক সম্মেলনে হু’র মহাপরিচালক মার্গারেট চ্যান জানান, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে চার হাজার ৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই হাজার চারশ’ জনের মৃত্যু হয়েছে।

তবে নিহতদের মধ্যে নাইজেরিয়া, গায়ানা, সিয়েরা লিওন এবং লাইবেরিয়ার কতজন রয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।