ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে ওলাঁদ, আইএসের বিরুদ্ধে সহায়তার প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪
ইরাকে ওলাঁদ, আইএসের বিরুদ্ধে সহায়তার প্রস্তাব ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট বা আইএস জঙ্গি নিয়ে শুধু যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যই চিন্তিত নয়। আইএস মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিমা দেশগুলোরও।

তাইতো ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এখন ইরাক সফরে বাগদাদে আছেন। ইরাকে নতুন সরকার ক্ষমতায় বসার পর এটাই কোনো বিদেশী রাষ্ট্রপ্রধানের প্রথম ইরাক সফর।

বাগদাদে পৌছে তিনি আইএস নির্মূলে সবধরনের সহায়তার প্রস্তাব দেন ইরাককে। কারণ আইএস জঙ্গিদের সিরিয়ার পর ইরাকে সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে।

একদিনের সফরে ওলাঁদের স্বাত্তয়শাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলেরও যাওয়ার কথা রয়েছে। ইরবিলে আইএসের হামলায় শত শত মানুষ মানবেতর জীবনযাপন করছেন।

এদিকে আইএস ইস্যুতে সমর্থনের আশায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সৌদি আরব থেকে তুরস্কে গেছেন।

আইএসের বিরুদ্ধে হামলার পরিধি বাড়াতেই আরব নেতাদের সমর্থন আদায়ের জন্য কেরির এই ছোটাছুটি। এজন্য তিনি একটি জোট গঠনের প্রস্তাব দিয়েছেন।
দশটি আরব দেশের নেতারা কেরির ডাকে সাড়া দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।