ঢাকা: আরেক দফা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করলো মার্কিন যুক্তরাষ্ট্র। এবার রাশিয়ার ব্যাংক, প্রতিরক্ষা এবং জ্বালানিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আসলো।
যুক্তরাষ্ট্রের মাত্র কয়েকঘণ্টা আগে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে। ইউক্রেন ইস্যুতে এর একাধিকবার নিষেধাজ্ঞা আসে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
নতুন করে এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সেবারব্যাংক যুক্তরাষ্ট্রের থেকে ৩০ দিনের বেশি ঋণ নিতে পারবে না। এছাড়া রাশিয়ার অন্যতম বৃহৎ প্রযুক্তি ও প্রতিরক্ষা ফার্ম রোসটেকের ওপরও অবরোধ আপোর করা হয়।
সম্প্রতি ইউক্রেন ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে শান্তিচুক্তি সত্ত্বেও এমন নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৪