ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী জাহাজ ডুবে ‘নিহত ৫০০’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪
ভূমধ্যসাগরে অভিবাসীবাহী জাহাজ ডুবে ‘নিহত ৫০০’

ঢাকা: ভূমধ্যসাগরে জাহাজ ডুবিতে ৫০০ অভিবাসী নিহতের আশঙ্কা করা হচ্ছে। গত সপ্তাহে ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার কাছাকাছি অভিবাসীবাহী জাহাজটি ডুবে যায়।



বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানা গেছে। বলা হচ্ছে, এটিই ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জাহাজ ডুবির ঘটনা।

উদ্ধারকাজের জন্য মালটিস কর্তৃপক্ষ নৌ-বাহিনী পাঠিয়েছে। তবে মালটিস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কিছুই বলেনি।

আন্তর্জাতিক অভিবাসীদের সংস্থা (আইওএম) জানায়, তারা বৃহস্পতিবার উদ্ধার হওয়া দুইজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলছেন। জাহাজে নারী ও শিশু ছিল। ইচ্ছাকৃতভাবে ছিনতাইকারীরা জাহাজটি ডুবিয়েছে।

আইওএম মুখপাত্র ক্রিস্টিনা বারথিউম বলেন, জাহাজে সিরিয়ান, ফিলিস্তিনি, মিশরীয় ও সুদানিজ নাগরিক ছিল। এখন পর্যন্ত মোট নয়জনকে উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকারীরা জানান, জাহাজ ছিনতাইকারীরা যাত্রীদের অপেক্ষাকৃত ছোট ও ঝুঁকিপূর্ণ একটি জাহাজে ওঠার নির্দেশ দেয়। যাত্রীরা যেতে না চাইলে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়।

হাজার হাজার মানুষ প্রতিবছর ভূমধ্যসাগরের ওপর দিয়ে উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে যায়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।