ঢাকা: আরও একটি মামলায় মুসলিম ব্রাদারহুড প্রধান মোহাম্মদ বাদেইকে যাবজ্জীবন প্রদান করলো মিশরের একটি আদালত।
হত্যা ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিনি সহ আরও ১৪ ব্রাদারহুড কর্মী ও সমর্থককে এই দণ্ড দেয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছে মিশরের সরকারি সংবাদমাধ্যম।
৭১ বছর বয়সী বাদেইকে ইতোমধ্যেই আরও দুটি অভিযোগে যাবজ্জীবন দেয়া হয়েছে। পাশাপাশি অপর একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও পরে তা মওকুফ করে যাবজ্জীবন করা হয়।
মিশরের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানে উৎখাতের পর ব্রাদারহুড কর্মী সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের সময় হত্যা ও সহিংসতার অভিযোগে অভিযুক্ত করা হয় বাদেইকে।
মোহাম্মদ মুরসিকে উৎখাতের প্রতিবাদে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় মুসলিম ব্রাদারহুড। সেনা প্রধান আবদেল ফাত্তাহ সিসির নেতৃত্বাধীন সামরিক সরকার নিষ্ঠুরভাবে ওই বিক্ষোভ দমন করে। প্রাণ হারান প্রায় দেড় হাজার মুসলিম ব্রাদারহুড ও মুরসি সমর্থক। কারাগারে পাঠানো হয় মুরসি ও মুসলিম ব্রাদারহুডের শীর্ষ নেতা সহ কয়েক হাজার কর্মী সমর্থককে। পাশাপাশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা মুসলিম ব্রাদারহুডকে।
এদিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই কারান্তরীণ করে রাখা হয়েছে মুরসিকে। তার বিরুদ্ধে ২০১২ সালের ডিসেম্বরে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ আনা হয়। পাশাপাশি বিদেশি রাষ্ট্রে তথ্য পাচারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।
বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪