ঢাকা: অন্ধকার রাস্তায় একা পেয়ে এক তরুণীর হাত ধরে টানাটানি করছিলো বাইক আরোহী তিন বখাটে। এমন সময় হিরোর আগমন।
এ পর্যন্ত ঠিকই আছে, কিন্তু হিরোর ভূমিকায় সেখানে ছিলেন এক নারী পুলিশ কনস্টেবল। আর ঘটনাটি ঘটে ধর্ষণের জন্য ‘সুখ্যাত’! ভারতের উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে।
কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন নারী কনস্টেবল সুনীতা তিওয়ারি। পথে দেখতে পান তরুণীর হাত ধরে টানাটানির দৃশ্য। মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।
কিন্তু একাই রুখে দাঁড়ালেন কনস্টেবল সুনীতা। প্রথমে ফোন করে জানালেন নিকটস্থ থানা ও মহিলা পুলিশের জন্য স্থাপিত বিশেষ থানায়। এর পর হাত লাগালেন ধোলাইয়ের কাজে। কিছুক্ষণের মধ্যেই সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে হাজির হলেন মহিলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কনকলতা দুবে।
ততক্ষণে দুই বখাটের দফা রফা। অপরজন অবশ্য ধোলাই খেয়েও দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় সুনীতাকে পদোন্নতির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পাশাপাশি প্রেসিডেন্টস গ্যালান্ট্রি পুরস্কারের জন্যও তার নাম পাঠানোর আশ্বাস দিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৪