ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ গুয়ামে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাকে (ইউএসজিএস) উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বুধবার দুপুরে এ খবর নিশ্চিত করেছে।
ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল সোয়া ৬টার দিকে গুয়ামের পিতি গ্রামের ৪৪ কিলোমিটার উত্তর-পশ্চিম কোণে ভূ-গর্ভের ১৩৩ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করেনি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুনামি সতর্কতা কেন্দ্র।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪