ঢাকা: সিঙ্গাপুরে বায়ু দূষণের মাত্রা ছাড়িয়েছে। বায়ু দূষণের মাত্রা নির্ধারক সূচক (পিএসআই) ১শ’র ওপরে উঠেছে।
দেশটির জাতীয় পরিবেশবাদী সংস্থা (এনইএ) জানায়, পাশ্ববর্তী অঞ্চল থেকে বাতাসের মাধ্যমে ধোঁয়া-ধূলাবালি সিঙ্গাপুরে চলে আসছে। পরিস্থিতি বেগতিক দেখে, বয়স্ক, শিশু এবং অ্যাজমা ও ফুসফুসে জনিত সমস্যা রয়েছে তাদের বেশিক্ষণ খোলা হাওয়ায় থাকতে নিষেধ করেছে কর্তৃপক্ষ।
বায়ুর গুণাগুণ মাপার জন্য সিঙ্গাপুর পরিবেশবাদী সংস্থা ছয়টি সূচকের মাত্রা নির্ধারণ করে দিয়েছে। পিএসআই ০-৫০ এর মধ্যে থাকলে ‘ভালো’ বলা হয়।
৫১-১০০ হলে মোটামুটি বলে বিবেচিত হয়। ১০১-১৫০ এর মধ্যে হলে বিশেষ শ্রেণীর মানুষের জন্য ‘অস্বাস্থ্যকর’ বলে সতর্ক করা হয়।
সিঙ্গাপুরের সরকারি ওয়েবসাইটের (http://www.haze.gov.sg/) সর্বশেষ বুধবার রাত আটটা পর্যন্ত দূষণের মাত্রা ছিল ১০২।
সিঙ্গাপুরের আকাশ বাতাস ঘন কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ার ঘটনা আজকেই প্রথম নয়। কয়েকদিন পরপরই এ ধরনের ঘটনা ঘটে থাকে।
** ধোঁয়ার চাদরে ঢাকা পড়েছে সিঙ্গাপুর
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৪