ঢাকা: যে ক’জন খেলোয়াড় ব্রিটেনকে বিশ্বের বুকে মেলে ধরেছেন তাদের মধ্যে অ্যান্ডি মারে অন্যতম। সেই অ্যান্ডি মারেই ব্রিটেনের বিপক্ষে অবস্থান নিলেন।
মধ্যরাতে টুইটারে উইম্বলডন চ্যাম্পিয়্যান মারে বলেন, আজকের দিনটি স্কটল্যান্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকদিনে ‘না’ ক্যাম্পেইনের নেতিবাচকতা সম্পূর্ণভাবে আমাকে প্রভাবিত করেছে। ফলাফল দেখতে উদগ্রীব হয়ে আছি।
স্কটল্যান্ডকে সমর্থন করে মারের এমন বার্তা সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তার ২৭ লাখ ফলোয়ারের কাছে। হাজার হাজার ফলোয়ার রিটুইট করেন।
ব্রিটিশ পত্রিকাগুলো বলছে, ব্রিটেনের নাম্বার ওয়ান স্পোর্টিং সুপারস্টার হয়ে হয়ে মারের এমন অবস্থান তার ভক্তকুলকে আশাহত করেছে।
মারের এমন অবস্থানে বেজায় খুশি ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের সমর্থকরা। ভোটের ব্যাপারে যারা সিদ্ধান্তহীনতায় আছেন তাদেরকে প্রভাবিত করবে বলে ‘হ্যাঁ’ সমর্থকরা মনে করেন।
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৪