ঢাকা: বৃহত্তর যুক্তরাজ্যের সঙ্গে একীভূতই থাকছে স্কটল্যান্ড। ৩২টি প্রশাসনিক এলাকার মধ্যে ২৪টির ভোট গণনা শেষে অবিভক্ত যুক্তরাজ্যের পক্ষেই স্কটিশদের মতামত ফুটে উঠেছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোর তথ্য মতে, এখন পর্যন্ত ২৪টি প্রশাসনিক এলাকার ফলাফল পাওয়া গেছে। ‘স্কটল্যান্ডের কি স্বাধীন দেশ হওয়া উচিত?’ শীর্ষক গণভোটে ‘না’ ভোট পড়েছে ১৩ লাখ ৫ হাজার ৩৮৮টি। আর ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১১ লাখ ২ হাজার ৭৮৮টি।
কোনো পক্ষকে এই গণভোটে জিততে হলে লাভ করতে হবে ১৮ লাখ ৫২ হাজার ৮২৮টি ভোট।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে একযোগে ২,৬০৮টি কেন্দ্রে এ গণভোট শুরু হয়। ৪২ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষের অংশগ্রহণে এ গণভোট চলে রাত ১০টা পর্যন্ত।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, ৩২টি আঞ্চলিক প্রশাসনিক এলাকা থেকে ফলাফল ঘোষণার পর প্রধান গণনা কর্মকর্তা (সিসিও) ম্যারি পিটকাইথলি এডিনবার্গের রয়্যাল হাইল্যান্ড সেন্টার থেকে গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।
ম্যারি জানান, তিনি শুক্রবার নাস্তাগ্রহণের (ব্রেকফাস্ট টাইম) সময় ফলাফল ঘোষণা করবেন।
তার ঘোষণা অনুযায়ী ফলাফল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে পাওয়া যাবে আশা করা হচ্ছে।
গণভোটকে সামনে রেখে শেষ মুহূর্তেও প্রচারাভিযানে ব্যস্ত সময় কাটায় দুই পক্ষ।
যুক্তরাজ্যের প্রধান তিন দলের নেতারা স্কটল্যান্ডবাসীকে ‘না’ ভোট দিতে অনুরোধ করেন। ‘না’ ভোট দিলে তারা স্কটিশদের আরও ‘ক্ষমতা’ দেওয়ার অঙ্গীকার করেন।
অপরদিকে স্কটল্যান্ডের প্রথম প্রধানমন্ত্রী আলেক্স স্যালমন্ড ভোটারদের ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
বুধবার প্রকাশিত সর্বশেষ জরিপ হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছে। জরিপ বলছে, খুব অল্পভোটের ব্যবধানে ‘না’ ভোট এগিয়ে থাকবে।
এর আগে, মঙ্গলবার প্রকাশিত তিনটি ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ, স্কটসমান ও ডেইলি মেইলের পৃথক পৃথক জরিপের দাবি ‘না’ ভোটের পক্ষে শতকরা ৫২ ভাগ ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ৪৮ ভাগ সিল পড়বে।
সংবাদ মাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবারের গণভোট যদি স্বাধীনতার পক্ষে যায়, তবে যুক্তরাজ্যের সঙ্গে প্রায় ৩শ’ বছরের সম্পর্কের ছেদ হবে স্কটল্যান্ডের। স্কটল্যান্ডের স্বাধীনতা লাভের মধ্য দিয়ে ফের ভাঙতে শুরু করবে ব্রিটিশ সাম্রাজ্য।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪