ঢাকা: মালির উত্তরাঞ্চলে রাস্তায় পেতে রাখা বোমা হামলায় জাতিসংঘের পাঁচ শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ক’জন লোক।
বৃহস্পতিবার শান্তিরক্ষী বাহিনীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে শুক্রবার বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানান।
অলিভিয়ার স্যালগ্যাদো নামে ওই মুখপাত্র বলেন, মালির যুদ্ধবিধ্বস্ত কিডাল শহরের কাছে অ্যাগুয়েলহোক শহরের উত্তরে চাদিয়ান সৈন্যবাহী একটি গাড়ি লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
জাতিসংঘের মুখপাত্র স্টিফানে দুজারিক বলেছেন, এ হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। একইসঙ্গে এ ধরনের হামলা প্রতিরোধে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
দুজারিক বলেন, মহাসচিব বলেছেন, জাতিসংঘ মিশনের ওপর এ ধরনের হামলা শিগগির বন্ধ হওয়া উচিত।
২০১৩ সালের ১ জুলাই থেকে মালিতে জাতিসংঘ মিশনের কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন ধরনের হামলায় ২১ শান্তিরক্ষী নিহত ও ৮৪ জন আহত হয়।
তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে, এ ধরনের হামলার জন্য দেশটির আল কায়দাসংশ্লিষ্ট জঙ্গি গ্রুপগুলোকে দায়ী করা হয়ে থাকে।
এছাড়া, হতাহত শান্তিরক্ষীদের বিস্তারিত পরিচয় না জানানো হলেও তারা আফ্রিকান দেশ চাদের সেনাবাহিনীর সদস্য বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪