ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ব্যাঙ্গালুরুতে স্কুলের খাবার খেয়ে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১২, সেপ্টেম্বর ১৯, ২০১৪
ব্যাঙ্গালুরুতে স্কুলের খাবার খেয়ে তিন শতাধিক শিক্ষার্থী অসুস্থ

ঢাকা: ভারতের ব্যাঙ্গালুরুতে সরকারি স্কুলে দুপুরের খাবার খেয়ে ৩৫০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। অধিকাংশ শিক্ষার্থীকে শহরের আম্বেদকর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।



ধারণা করা হচ্ছে, যে পাত্রে করে শিক্ষার্থীদের স্কুলে খাবার আনা হয়েছিল, তা ছিল নোংরা। তাই তাদের পেটে ব্যথা হয়েছে।

রাজ্য সরকার বলছে, অসুস্থদের সবাই বিপদমুক্ত।
 
ভারতে সরকারি প্রকল্পের অংশ হিসেবে স্কুলে দুপুরে বিনামূল্যে খাবার দেওয়া হয়, যাতে গরীব অভিভাবকরা তাদের শিশুদের স্কুলে পাঠাতে অনুপ্রাণিত হন।
.
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।