ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উপস্থাপকের কাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪
উপস্থাপকের কাণ্ড চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ঢাকা: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নামের বানান অনেকের কাছেই খটকা লাগে। কারণ চীনা শব্দ ‘শি’ এর বানান (Xi) দেখতে অনেকটা রোমান সংখ্যা এগারোর (XI) মতো।

তাই কেউ কেউ ‘শি’কে ‘ইলাভেন’ বলে থাকেন। অনানুষ্ঠানিকভাবে ভুল করে হয়তো অনেকে শুধরেও গেছেন।

কিন্তু রাষ্ট্রীয় টেলিভিশনের মতো জায়গায় উপস্থাপকের ভুল! এটা মানতে পারেনি টিভি কর্তৃপক্ষ। পরিণামে চাকরি হারাতো হলো বেচারা উপস্থাপককে। এমনটি ঘটেছে ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন দূরদর্শনের এক উপস্থাপকের ভাগ্যে।

শুক্রবার ভারত সফর করে দেশে ফিরেছেন চীনা প্রেসিডেন্ট। আর ঘটনাটি ঘটে বুধবারের দূরদর্শন সংবাদে।

রয়টার্সকে টিভি কর্তৃপক্ষ জানায়, এটি ক্ষমার অযোগ্য অপরাধ। তাই মাস খানেক তাকে (উপস্থাপক) সংবাদ পড়া থেকে দূরে রাখছি।

কর্তৃপক্ষ আরো জানায়, সংবাদ উপস্থাপকের অভাবে তারা বাধ্য হয়ে মাঝে মাঝে তার মতো ক্যাজুয়াল উপস্থাপক দিয়ে নিউজ বুলেটিন চালাতেন। আর তাতেই বাধল বিপত্তি।

যখন বেসরকারি টিভিগুলোর সঙ্গে দূরদর্শন প্রতিযোগিতায় টিকতে সংগ্রাম করে যাচ্ছে তখনই এমন একটি ঘটনা ঘটল। নিম্নমানের অনুষ্ঠানের কারণে প্রায়ই তীব্র সমালোচনায় পড়তে হয় দূরদর্শনকে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।