ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে ফ্রান্সের প্রথম হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, সেপ্টেম্বর ১৯, ২০১৪
ইরাকে ফ্রান্সের প্রথম হামলা ছবি: সংগৃহীত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) লক্ষ্য করে হামলা চালালো ফ্রান্স। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ ইরাকে আইএস লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেন।



এক বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্লেন উত্তর-পূর্ব ইরাকে আইএস ঘাঁটিতে হামলা করেছে। আগামীতে এই হামলা আরো বৃদ্ধি করা হবে।

মার্কিন সাংবাদিককে হত্যার পর গত আগস্ট থেকে ইরাকে আইএস ঘাঁটিকে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ১৫০টি বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র।

তারপর যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোও হামলা চালানোর প্রতিশ্রুতি দেয়। আইএস ইরাক ও সিরিয়ায় বেশ কিছু ঘাঁটি দখল করে আছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।