ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৪৯ তুর্কি জিম্মিকে মুক্তি দিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
৪৯ তুর্কি জিম্মিকে মুক্তি দিল আইএস

ঢাকা: অর্ধশত তুর্কি জিম্মিকে মুক্তি দিয়েছে ইসলামিক স্টেট। গত জুনে ইরাকের মসুল থেকে তাদের অপহরণ করা হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ ডাবুটোগলু অপহৃতদের মুক্তির খবরটি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রী ঘোষণাকালে বলেন, পুরো জাতি যে সংবাদটির জন্য অপেক্ষা করছে সেটি আপনাদের দিতে পেরে আমি খুশি। মাত্র কয়েকঘণ্টা আগে আমাদের
নাগরিকদের মুক্তি দিয়েছে আইএস। সীমান্ত দিয়ে তারা তুরস্ক প্রবেশ করেছে। তাদেরকে দেখতে আমি রওয়ানা হয়েছি।

মুক্তিপ্রাপ্ত ৪৯ জনের মধ্যে রয়েছেন সেনা কর্মকর্তা, কূটনীতিক ও তাদের স্বজনরা। মসুলে তুরস্কের কনস্যুলেট থেকে এদেরকে অপহরণ করে আইএস।

এজন্য আইএসবিরোধী লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাকে তুরস্ক সাড়া দিলেও অপহৃতদের নিরাপত্তার কথা ভেবে সরাসড়ি জড়াতে চায়নি। মুক্তিপ্রাপ্তদের তুরস্কের গোয়েন্দারা সানলিউরফা শহরে নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।