ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মানবতাবিরোধী অপরাধ

কেনিয়ার প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আদালতের সমন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪
কেনিয়ার প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আদালতের সমন

ঢাকা: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কেনিয়ার প্রেসিডেন্ট উহুরা কেনিয়াত্তাকে সমন পাঠিয়েছে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

২০০৭ সালে কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রাণ হারান সহস্রাধিক ব্যক্তি।

নির্বাচনের সময় এবং পরে বিরোধীদের ওপর ব্যাপক মাত্রায় দমন পীড়ন ও নির্যাতন চালানোর অভিযোগ আইসিসিতে অভিযুক্ত হন বর্তমান প্রেসিডেন্ট উহুরা কেনিয়াত্তা সহ বর্তমান সরকারের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা।
 
তবে দেশটির সরকারের অসহযোগিতার কারণে আইসিসি’র কৌঁসুলিরা পর্যাপ্ত প্রমাণ সংগ্রহে অপারগ হওয়ায় দুই সপ্তাহ আগে মামলাটিকে মুলতবি ঘোষণা করা হয়।  

মূলত থমকে থাকা এই মামলা সচলের পথ বের করতেই কেনিয়ার প্রেসিডেন্টকে সমন পাঠিয়েছে আদালত। শুনানি অনুষ্ঠিত হবে আগামী ৮ অক্টোবর।

হেগভিত্তিক বিশ্বের প্রথম স্থায়ী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালটির জন্য মামলাটির মুলতুবি একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কেনিয়াত্তা ও তার সহযোগীদের ‍বিরুদ্ধে হত্যা, জোরপূর্বক উচ্ছেদ ও ধর্ষণ সহ ৫টি অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।