ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আইএসের বিরুদ্ধে লড়তে সাহায্য চায় কুর্দি যোদ্ধারা

‌আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, সেপ্টেম্বর ২১, ২০১৪
আইএসের বিরুদ্ধে লড়তে সাহায্য চায় কুর্দি যোদ্ধারা ছবি: সংগৃহীত

ঢাকা: সুন্নিপন্থি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়তে মধ্যপ্রাচ্যেসহ বিশ্ববাসীর কাছে সাহায্য চেয়েছে কুর্দি যোদ্ধারা। কুর্দি যোদ্ধারা সিরিয়া ও ইরাকের আইএসের বিরুদ্ধে লড়ছে।



এই দুই অঞ্চলেই হাজার হাজার কুর্দস বাড়িঘর ছেড়ে পালিয়েছে।   

সিরিয়ার সীমান্ত সংলগ্ন কোবানি এলাকাটিতে প্রায় ৫ লাখ কুর্দিদের বাস। গত কয়েকমাস ধরে এ এলাকায় ব্যাপক  অভিযান চালাচ্ছে আইএস। ফলে প্রায় ৭০ হাজার কুর্দি তুরস্কের সীমান্তে উদ্বাস্তু হিসেবে থাকতে বাধ্য হচ্ছে। ধীরে ধীরে তারা কোবানির মধ্যে ঢুকে পড়েছে।

শনিবার কোবানি পরিদর্শন করে আসা তুরস্কের এক রাজনীতিক বলেন, আইএস যোদ্ধারা গ্রামে ঢুকে মানুষকে শিরশ্ছেদ করছে। এটা যুদ্ধের চেয়ে বেশি, গণহত্যা।
আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, মানবতার জন্য এটি সত্যিই লজ্জার বিষয়। প্রয়োজনে আমরা জাতিসংঘ সম্মেলনে চলাকালীন সময়ে অনশন করবো।
তুরস্কের কুর্দিদের স্বায়ত্তশাসনের জন্য তিন দশক ধরে লড়াইরত দ্য কুর্দিস্তান ওয়ার্কাস পার্টি (পিকেকে) দেশটির তরুণদের আইএসের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।