ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হুথি বিদ্রোহীদের দখলে সানা, ইয়েমেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
হুথি বিদ্রোহীদের দখলে সানা, ইয়েমেনি প্রধানমন্ত্রীর পদত্যাগ

ঢাকা: ইয়েমেনে সরকারপন্থি সুন্নি মিলিশিয়াদের সঙ্গে শিয়া সম্প্রদায়ভুক্ত হুথি বিদ্রোহীদের সহিংসতা তীব্র আকার ধারণ করেছে। চলমান এ সংঘাতে রোববার রাজধানী সানায় বেশ কিছু মন্ত্রণালয়, সরকারি ভবন, সরকারি রেডিও স্টেশন ও প্রধানতম একটি সেনাঘাঁটি দখলে নিয়েছে হুথি বিদ্রোহীরা।

এ প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বশিনদবা।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলমান সংঘাত গত চারদিনে তীব্র আকার ধারণ করার প্রেক্ষিতে সৃষ্ট সংকটের মুখে রোববার বিকেলে পদত্যাগপত্র জমা দেন বশিনদবা।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, রেডিও স্টেশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাঘাঁটি, রাজধানী সানার সরকারি কার্যালয়গুলো হুথি বিদ্রোহীদের দখল যাওয়ার খবর আসতে থাকার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এ পদত্যাগের সিদ্ধান্তের খবর এলো।

ইয়েমেনি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ সংঘাতে বেশ কিছু লোকের প্রাণহানি ঘটেছে। এছাড়া, ঘরবাড়ি ছ‍াড়তে বাধ্য হয়েছে শতো শতো বেসামরিক লোক।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলো আরও জানিয়েছে, ইয়েমেনের পর্বতাঞ্চলভিত্তিক বিদ্রোহী হুথিরা কয়েক সপ্তাহ ধরে রাজধানী সানার দিকে এগোচ্ছিল। সর্বশেষ রোববার সরকারি কিছু কার্যালয় দখলে নেয় তারা। এছাড়া, নিজেদের প্রতিষ্ঠিত করতে নিজেদের আন্দোলনে জনসম্পৃক্ততা বাড়াতেও কাজ করে চলেছে হুথি বিদ্রোহীরা।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।