ঢাকা: আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে আশরাফ ঘানি আহমদজাইকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আব্দুল্লাহর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনে আশরাফ ঘানির চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা পর রোববার নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করে।
স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আশরাফ ঘানি প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করবেন। আর জাতীয় ঐক্যের সরকারে প্রধানমন্ত্রীর পদমর্যাদার প্রধান নির্বাহী (সিইও) পদে দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ।
আশরাফ ঘানি ও আব্দুল্লাহর চুক্তির মাধ্যমে এপ্রিল ও জুনে দুই দফায় প্রেসিডেন্ট নির্বাচনের পর দুই প্রার্থীর মধ্যে কয়েক মাস ধরে চলমান বিবাদের অবসান ঘটে। বহুল প্রতীক্ষিত এ চুক্তি সই অনুষ্ঠান রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়।
এদিকে, রোববারের এ ক্ষমতা ভাগাভাগির চুক্তিকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউস। একইসঙ্গে আফগানিস্তানের জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে কাজ করারও আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের পর জুলাইয়ে প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা যায়, সাবেক অর্থমন্ত্রী ও আন্তর্জাতিক কূটনীতিক আশরাফ ঘানি ৫৬ শতাংশ ভোট পেয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহর চেয়ে এগিয়ে আছেন। যদিও এই ফলাফল প্রত্যাখ্যান করে আব্দুল্লাহ দাবি করেন, নির্বাচনে কারচুপি হয়েছে।
কয়েক মাসের অচলাবস্থা কাটিয়ে শেষ পর্যন্ত দু’পক্ষই সমঝোতায় পৌঁছুতে সমর্থ হয়। জাতীয় ঐক্যের সরকার গঠনে একমত পোষণ করার পর চুক্তির ভিত্তিতে আশরাফ ঘানিকে প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মুখপাত্র আইমাল ফাইজি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট পদে শপথ নিতে পারেন আশরাফ। এছাড়া, অক্টোবরের পয়লা তারিখ থেকেই তাকে প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেখা যেতে পারে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, রাজধানী কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে চুক্তি স্বাক্ষরের পর উভয়পক্ষ কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করে।
ঐক্যের সরকার গঠনে মতৈক্যে পৌঁছানোয় আশরাফ ঘানি ও আব্দুল্লাহকে অভিনন্দন জানান বিদায়ী প্রেসিডেন্ট হামিদ কারজাই। ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে স্বাক্ষরিত এ চুক্তিকে দেশের প্রগতি ও উন্নয়নের সড়ক বলে অভিহিত করেন কারজাই।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪