ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইবোলা প্রতিরোধে উন্নত দেশগুলোর ব্যবস্থা পর্যাপ্ত নয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪
ইবোলা প্রতিরোধে উন্নত দেশগুলোর ব্যবস্থা পর্যাপ্ত নয় ছবি : সংগৃহীত

ঢাকা: পশ্চিম আফ্রিকায় ছড়িয়ে পড়া মরণব্যাধি ইবোলা ভাইরাস মোকাবেলায় উন্নত দেশগুলো এখনো পর্যাপ্ত ব্যবস্থা নেয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের দ্যা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশান (সিডিসি) উন্নত দেশগুলোকে এ মরণব্যাধি ভাইরাস প্রতিরোধে প্রান্তিক অবস্থানে থাকা দেশগুলোর সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান।

খবর লস এঞ্জেলস টাইমস

সিডিসি’র উর্ধ্বতন কর্মকর্তা লেইশা নোলেন বলেন, বন্যার পানিতে ভেসে যাওয়ার আগেই ড্যাম নির্মাণ করা উচিত। নাহলে বুঝতে হবে তুমি কোনো কাজ করছ না। সুতরাং প্রবল সৃষ্টির আগেই আমাদের ড্যাম নির্মাণ করতে হবে।

সিডিসি ইবোলা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গত সপ্তাহেই মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সিডিসি পরিদর্শন করেন।

ওবামা বলেন, এটা সর্তিকার অর্থেই সারাবিশ্বের জন্য একটি হুমকি। এটি প্রতিরোধে গোটা বিশ্বের এগিয়ে আসা উচিত।

এদিকে সিয়েরা লিওনের সরকার ইবোলা প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে তিনদিনব্যাপী জরুরি অবস্থা জারি করেছিলো, যা গত রোববার মধ্যরাতে শেষ হয়েছে।

এ সময়ে কোনো মানুষকে ঘর থেকে বের হতে দেওয়া হয়নি। জরুরি অবস্থা চলাকালে মেডিকেল টিম ঘরে ঘরে গিয়ে ইবোলা আক্রান্ত রোগী সনাক্ত করেছে।

ইবোলায় ইতোমধ্যে পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন, গিনি, নাইজেরিয়ায় প্রায় ২ হাজার ৪০০ লোকের মৃত্যু হয়েছে।

তবে এ সংখ্যা প্রকৃত অবস্থার চেয়ে অনেক কম বলে মন্তব্য করেছে জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন-হু।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।