ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭০ ‍হাজার গাড়ি তলব মারুতি-সুজুকির

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪
৭০ ‍হাজার  গাড়ি তলব মারুতি-সুজুকির

ঢাকা: যান্ত্রিক ত্রুটির কারণে ডিজেল চালিত প্রায় ৭০ হাজার গাড়ি তলব করেছে ভারতীয় গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মারুতি-সুজুকি। ৮ মার্চ ২০১০ ও ১১ আগস্ট ২০১৩ সালে নির্মিত বিভিন্ন সিরিজের এ গাড়িগুলোকে তলব করা হয়েছে।



তলব করা গাড়িগুলোর মধ্যে ৫৫ হাজার ৯৩৮টি ডিজায়ার (পুরান), ১২ হাজার ৪৮৬টি সুইফট (পুরান) ও এক হাজার ১৩১টি রিটজ সিরিজের গাড়ি রয়েছে।

এ বিষয়ে এক বিবৃতিতে মারুতি জানায়, ক্রেতাদের অভিযোগ এবং আমাদের অভ্যন্তরীণ পর্যবেক্ষণের মাধ্যমে গাড়িগুলোকে চিহ্নিত করে তলব করা হয়েছে।

চলতি বছরের এপ্রিলের পর দ্বিতীয়বারের মতো এতো সংখ্যক গাড়ি তলব করলো প্রতিষ্ঠানটি। এর আগে ওই মাসে এক লাখের বেশি এরতিগা, ডিজায়ার ও রিটজ সিরিজের গাড়ি তলব করে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।