ঢাকা: যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি সম্পাদনের ২৪ ঘণ্টা পেরুতে না পেরুতেই আত্মঘাতী বোমায় কেঁপে উঠলো আফগান রাজধানী কাবুল।
কাবুল বিশ্ববিদ্যালয় নিকটবর্তী একটি সড়কে বুধবার সকালে এক আত্মঘাতী বোমারু উড়িয়ে দেন সেনা কর্মকর্তা বহনকারী বাস।
প্রায় একই সময় কাবুলের উত্তরে অনুরূপ এক আত্মঘাতী হামলা চালানো হয় সেনা কর্মকর্তা বহনকারী অপর একটি বাসে। ওই হামলায় কেউ প্রাণ না হারালেও আহত হন ছয়জন।
টুইটার মারফত উভয় হামলার দায় স্বীকার করে সামনে আরও হামলা চালানোর অঙ্গীকার করেছে তালেবান।
গত কয়েক মাস ধরেই তালেবানদের ব্যাপক হামলার শিকার হচ্ছে আফগানিস্তানের সরকার ও সেনাবাহিনী। বিশেষ করে আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের সময়সীমা এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়ছে হামলার তীব্রতা।
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৪