ঢাকা: সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ৬৩ মুরসি সমর্থককে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে মিশরের একটি আদালত। মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উচ্ছেদের পর বিরোধী রাজনৈতিক কর্মীদের গণহারে কারাদণ্ড প্রদানের এটি সর্বশেষ উদাহরণ।
দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগ, প্রেসিডেন্ট মুরসির ক্ষমতাচ্যুতির প্র্রতিবাদে গত বছরের অক্টোবরে কায়রোর রাজপথে বিক্ষোভ দেখিয়েছিলো তারা। ব্যাপক দমন-পীড়ন চালিয়ে ওই বিক্ষোভ দমন করেছিলো মিশরের নিরাপত্তা বাহিনী।
কায়রোর একটি আদালত মঙ্গলবার ওই ৬৩ অভিযুক্তকে ১৫ বছরের কারাদণ্ড প্রদান করেন। এছাড়া একই অভিযোগ আরও ৫ জনকে দেয়া ১০ বছরের সাজা দেয়া হয়।
মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে গত বছরের জুলাই মাসে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। এর প্রতিবাদে রাজপথে নেমে আসে তার সমর্থকরা। তখন থেকেই মুরসির সমর্থকদের ওপর কঠোর দমন পীড়ন চালিয়ে আসছে জেনারেল সিসির নেতৃত্বাধীন সেনা সমর্থিত সরকার। এ পর্যন্ত হত্যা করা হয়েছে সহস্রাধিক মুরসি সমর্থককে। হাজার হাজার গণতন্ত্রকামীকে কারাগারে ভরা হয়েছে। এছাড়া সহিংস বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে কয়েকশ ব্রাদারহুড সমর্থককে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, অক্টোবর ০১,২০১৪