ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৪
পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান ছবি : সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রথম নারী গোয়েন্দা প্রধান জুলিয়া পিয়ারসন পদত্যাগ করেছেন।

হোয়াইট হাউজসহ বিভিন্ন নিরাপত্তায় গাফিলতির অভিযোগে সমালোচনার মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিরেক্টর জে জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন পিয়ারসন। এরপর জনসন এক বিবৃতিতে এ তথ্য জানান।

হোয়াইট হাউজের নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনা নিয়ে আগের দিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের তোপের মুখে পড়েন পিয়ারসন। যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনেক সদস্যই তাকে পদত্যাগ করার আহ্বান জানান।

এই চাপের মুখে সিক্রেট সার্ভিসের পরিচালকের দায়িত্ব নেওয়ার মাত্র ১৮ মাসের মাথায় পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ওমর গঞ্জালেস নামে এক ব্যক্তির অনুপ্রবেশের ঘটনায় বিভিন্নমুখী সমালোচনা মুখোমুখি হতে হয়ে পিয়ারসনকে।

এদিন ইরাক যুদ্ধে অংশগ্রহণকারী নামে এক ব্যক্তি ছুরি নিয়ে হোয়াইট হাউজের বেড়া ডিঙ্গিয়ে প্রেসিডেন্ট ওবামার বাসভবনের দিকে ছুটে যান।

হোয়াইট হাউজের পূর্ব দিকের একটি ঘরে প্রবেশের পর এক গোয়েন্দা কর্মী তাকে আটক করেন। এছাড়া নিরাপত্তা বিঘ্নিতের আরও বেশ কিছু কারণ আছে তার পদত্যাগের। এসব ঘটনার দায় স্বীকার করে সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।