ঢাকা: আফ্রিকার দেশ সিয়েরা লিওনে মরণঘাতী ইবোলা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। দেশটির শীর্ষস্থানীয় দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, প্রতি ঘণ্টায় পাঁচজন ইবোলায় আক্রান্ত হচ্ছেন।
সংস্থাটি জানায়, গত সপ্তাহে পশ্চিম আফ্রিকার দেশটিতে ৭৬৫ জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মাত্র ৩২৭ জন হাসপাতালের বিছানায় ঠাঁই পেয়েছেন।
বিশ্বে এখন পর্যন্ত যতগুলো ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে এদের মধ্যে ইবোলা সবচেয়ে ভয়াবহ। ভাইরাসে এ পর্যন্ত ৩৩৩৮ জন মারা গেছেন। সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গিনিতে ৭১৭৮ জন আক্রান্ত হয়েছেন।
এই সঙ্কটময় মুহূর্তে বিশ্ববাসীর করণীয় ঠিক করতে বিশেষজ্ঞ ও রাজনীতিকরা লন্ডনে একত্রিত হচ্ছেন শিগগিরই।
• প্রচুর জ্বর, রক্তক্ষরণ ও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অকার্যকর হয়ে পড়বে।
• রক্ত বা মুখ নি:সৃত লাভার মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।
• ইউকিউবেশন পিরিয়ড দুই থেকে ২১ দিন।
• এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি।
• ডায়রিয়া বা বমির মাধ্যমে ভাইরাস দূর হতে পারে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ০২, ২০১৪