ঢাকা: লাইবেরিয়ায় কর্মরত যুক্তরাষ্ট্রের এক ক্যামেরাম্যান মরণঘাতী ভাইরাস ইবোলায় আক্রান্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে।
৩৩ বছর বয়সী ফ্রিল্যান্সার ওই সাংবাদিক তিন বছর ধরে এনবিসি নিউজসহ বেশ কয়েকটি মিডিয়া আউটলেটে কাজ করছেন।
এনবিসি নিউজ মঙ্গলবারই তাকে লাইবেরিয়ায় নিয়ে আসে। এরপরই জ্বর ও ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। মেডিকেল পরীক্ষার পর তার দেহে ইবোলা ভাইরাস পাওয়া যায়।
এই নিয়ে চতুর্থ কোনো মার্কিন নাগরিক ইবোলা আক্রান্ত হলেন।
প্রথম মার্কিন নাগরিক যখন ইবোলায় আক্রান্ত হয়েছিলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ভয়াবহ এই ভাইরাস রোধে সবধরনের ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
উল্লেখ্য, পশ্চিম আফ্রিকার দেশগুলোতে ইবোলা মহামারী আকারে ছড়িয়ে পড়ছে। চারটি দেশে এ পর্যন্ত ৩,৩৩০ জন মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৪