হ্যানয়: উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপ করা যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জাতিসংঘের বক্তব্যের লঙ্ঘন বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন পিয়ংইয়ং এর একজন মুখপাত্র।
উত্তর কোরিয়ার ওই মুখপাত্রের নাম রি টং ইল।
রি টং আরও বলেন, দক্ষিণ কোরিয়ার নৌমহড়ার ঘোষণার ফলেও যুদ্ধজাহাজ চিওনান ডুবির ঘটনার পর জাতিসংঘের বক্তব্য লঙ্ঘিত হয়েছে। আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া যৌথ নৌমহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গত মার্চে চিওনান ডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও একটি আন্তর্জাতিক তদন্তে উত্তর কোরিয়াকে দায়ী করা হয়েছে। তবে উত্তর কোরিয়া বরাবরই এই অভিযোগ নাকচ করে আসছে।
জাতিসংঘের ওই ঘটনায় নিন্দা জানায় এবং আঞ্চলিক শান্তির জন্য এটি হুমকি বলে মন্তব্য করে। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ও শান্তিপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সংস্থাটি।
আন্তর্জাতিক তদন্তে পিয়ংইয়ং দোষী সাব্যস্ত হলে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করে। তবে উত্তর কোরিয়াকে দায়ী করে বক্তব্য দেয়নি সংস্থাটি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১১১ ঘণ্টা, জুলাই ২২, ২০১০