ঢাকা: মরণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
এছাড়া, নিহতদের মধ্যে ২৩৩ জনের বেশি স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, পশ্চিম আফ্রিকার দেশ গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়ে চার হাজার ২৪ জনের প্রাণহানি হয়েছে।
ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা আট হাজার ৩৯৯ জন। যার বেশিরভাগই পশ্চিম আফ্রিকায়।
এছাড়া রক্ত প্রদাহজনিত জ্বরে নাইজেরিয়ায় আটজন এবং আমেরিকায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হু।
ভাইরাসটি ইতোমধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়েছে। স্পেনে এক নার্স ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এছাড়া ইবোলায় আক্রান্ত সন্দেহে হাসপাতালে আরো সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজৈয় ভাইরাস মোকাবেলায় একটি বিশেষ দল গঠনের কথা জানিয়েছেন।
এদিকে, ইবোলা ভাইরাস প্রতিরোধে পশ্চিম আফ্রিকায় দেশ মালিতে একটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন বিশেষজ্ঞরা।
গত ৮ অক্টোবর পশ্চিম আফ্রিকার দেশ মালির এক স্বাস্থ্যকর্মীর দেহে প্রথম এ ওষুধটি প্রয়োগ করা হয়। এরপর আরো দুই স্বাস্থ্যকর্মী এ চিকিৎসা নেন।
পর্যায়ক্রমে মোট ৩৭ স্বাস্থ্যকর্মীকে এ চিকিৎসার আওতায় আনা হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৪