ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাংলাদেশে নিষিদ্ধ জেএমবি ঘাঁটি গেড়েছে আসামে!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
বাংলাদেশে নিষিদ্ধ জেএমবি ঘাঁটি গেড়েছে আসামে!

ঢাকা: বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ (জেএমবি) বর্তমানে ঘাঁটি গেড়েছে ভারতের আসামে।

বুধবার (২২ অক্টোবর) আসাম পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) খগেন শর্মার বরাত দিয়ে ভারতের গণমাধ্যম জিনিউজ.কম এমনই খবর ছেপেছে।



তাদের প্রকাশিত খবরে বলা হয়েছে, আসাম পুলিশের একটি অনুষ্ঠানে স্থানীয় পুলিশের পুলিশের মহাপরিদর্শক খগেন শর্মা মন্তব্য করেছেন, আসাম রাজ্যের অনেকে জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত হচ্ছে। কেউ কেউ আবার ইতোমধ্যে জঙ্গি প্রশিক্ষণও নিতে শুরু করেছে। আর এর মূলে রয়েছে বাংলাদেশের জেএমবি’র তৎপরতা।

মঙ্গলবার (২১ অক্টোবর) পুলিশের এক অনুষ্ঠানে ডিজিপি এ সব কথা বলেন।

বাংলাদেশ-ভারত সীমান্তের বরাক উপত্যকাসহ আসামের নিচু এবং কেন্দ্রীয় অঞ্চলে সংঘটিত কর্মকাণ্ড বিস্তারের চেষ্টা করছে জেএমবি- বলেও উল্লেখ করেন তিনি।

আসাম পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) খগেন শর্মা বলেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় গত ২ অক্টোবরের বিস্ফোরণের পর আসাম পুলিশ বেশ কয়েক জায়গায় অভিযান চালিয়েছে। সেই সঙ্গে শুরু করেছে তাদের গোয়েন্দা নজরদারিও।

তিনি বলেন, বর্ধমান বিস্ফোরণের পর ইতোমধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা কিনা জেএমবি’র সঙ্গে জড়িত। রাজ্যে জেএমবি’র গোপন সক্রিয়তারও প্রমাণ পেয়েছে পুলিশ।

এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রমাণ পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

১৯৯৮ সালে মওলানা আব্দুর রহমান জেএমবি গড়ে তোলেন। পরে ২০০৫ সালে বাংলাদেশ সরকার এ সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।