ঢাকা: দুই হামলায় ৩১ সেনাসদস্য নিহত হওয়ার পর মিশরের সিনাই উপদ্বীপের দুই অংশে তিন মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
এছাড়া নিহত সেনা সদস্যদের স্মরণে তিন দিনের শোক ঘোষণা করেছেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল-সিসি।
শনিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
এদিকে, হামলার পর সিনাইয়ের রাফা সীমান্ত দিয়ে ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।
শুক্রবার (২৪ অক্টোবর) সিনাইয়ের উত্তরের প্রধান শহর এল আরিশের এক তল্লাশী চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় ২৮ সেনা সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হন আরো ২৮ সদস্য।
এর আগে ওই শহরের অপর এক তল্লাশী চৌকিতে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে তিন সেনাসদস্য নিহত হন।
এখন পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার না করলেও উগ্রপন্থী ইসলামী জিহাদিরা এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েক দশকের মধ্যে মিশর সেনাবাহিনীর সবচেয়ে বেশি সেনা হারানোর ঘটনা এটি।
শনিবার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক সময় ভোর ৩টা থেকে সিনাইয়ের উত্তর ও মধ্যাঞ্চলে এ জরুরি অবস্থা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪