ঢাকা: গত তিনদিনে ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অবস্থান লক্ষ্য করে ৫৬ বার বিমান হামলা চালিয়েছে জর্দানের জঙ্গি বিমান।
জর্দানের বিমানবাহিনী প্রধান জেনারেল মনসুর আল জাবুর আরও জানান, গত কয়েকদিনে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশনের অধীনে অন্তত ২০ শতাংশ হামলা সম্পাদন করেছে জর্দানি জঙ্গি বিমান।
শনিবার জর্দানের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত আল রাই পত্রিকা জানিয়েছে যেখানে আইএসকে পাওয়া যাবে সেখানেই তাদের ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে জর্দান।
এদিকে নতুন আইএস বিরোধী অভিযানের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জন অ্যালেন জানান, মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন জোটের সহায়তায় শিগগিরই নতুন আইএস বিরোধী অভিযানে নামবে ইরাকি সেনাবাহিনী। এ লক্ষ্যে ১২টি ইরাকি ব্রিগেডকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫