ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শপথ নিলেন কেজরিওয়াল, দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
শপথ নিলেন কেজরিওয়াল, দুর্নীতিমুক্ত দিল্লি গড়ার অঙ্গীকার ছবি : সংগৃহীত

ঢাকা: ঠিক এক বছর আগের এই দিনটিতে (১৪ ফেব্রুয়ারি ২০১৪) মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। আর এক বছর পর ঠিক একই দিনে (১৪ ফেব্রুয়ারি ২০১৫) দিল্লির রামলীলা ময়দানে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।



শনিবার দুপুরে ঐতিহাসিক রামলীলা ময়দানে হাজার হাজার সমর্থকের সামনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মন্ত্রিসভা।

দিল্লির লেফট্যানান্ট গভর্নর নাজিব জং কেজরিওয়াল ও তার মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণের সময় দেয়া ভাষণে দিল্লির শাসন পরিচালনার ক্ষেত্রে নিজের পরিকল্পনা ও অঙ্গীকারের কথা তুলে ধরেন কেজরিওয়াল। তবে জ্বরে আক্রান্ত হয়ে গলা বসে যাওয়ায় তার বক্তব্য হয় সংক্ষিপ্ত।

সম্প্রতি হয়ে যাওয়া দিল্লির বিধান সভা নির্বাচনে কেজরিওয়ালের আম আদমি পার্টি ৭০টি আসনের মধ্যে তিনটি আসন বাদে সব আসনেই জয়লাভ করে। নির্বাচনের আগে দুর্নীতির বিরুদ্ধে বিরামহীন লড়াই এবং গ্যাস, বিদ্যুৎ, পানি সহ নিত্যপ্রয়োজনীয় সেবার মূল্য হ্রাসের প্রতিশ্রুতি দিয়ে দিল্লির মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং শ্রমিক শ্রেণীর মন জিতে নেন কেজরিওয়াল।

প্রথম মেয়াদে ৭০টি আসনের মধ্যে ২৮টিতে জিতে কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার গড়েছিলেন কেজরিওয়াল। তবে তার সেই মুখ্যমন্ত্রিত্ব টেকে মাত্র ৪৯ দিন। প্রশাসনের কঠিন দায়িত্ব সামলাতে না পেরে পদত্যাগ করে গা বাচিয়েছেন তখন এমন রব ওঠে ভারতের রাজনৈতিক মহলে। তবে এবার শপথ অনুষ্ঠানের ভাষণে ৫ বছরের জন্যই দিল্লিবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করেন কেজরিওয়াল।

মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি দিল্লির গৃহ, বিদ্যুৎ, এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন কেজরিওয়াল। নতুন সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন কেজরিওয়ালের ঘনিষ্ঠ সহযোগী মনিষ সিসোদিয়া। পাশাপাশি নগর উন্নয়ন, পূর্ত এবং শিক্ষা মন্ত্রণালয় সামলাবেন তিনি।
 
আম আদমি পার্টির ৪৯ দিনের মেয়াদে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা সত্যেন্দ্র জৈন নতুন সরকারেও একই ভূমিকা পালন করবেন।

সাত সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় নতুন মুখ চারটি। তাদের মধ্যে গোপাল রায় সামলাবেন পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়।

নারী ও শিশু উন্নয়ন বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করবেন সন্দ্বীপ কুমার। অপরদিকে জিতেন্দ্র তোমার দেখভাল করবেন আইন মন্ত্রণালয়। খাদ্য ও বেসামরিক সরবরাহ মন্ত্রণালয়ের দেখভাল করবেন আসিম আহমেদ খান।

এদিকে কেজরিওয়ালের শপথ সামনে রেখে রামলীলা ময়দানে পাতা হয় ৩০ হাজার চেয়ার। তবে ভিড়ের আকার কয়েকগুণ ছাপিয়ে যায় পেতে রাখা চেয়ারের সংখ্যা। শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লির সবাইকে কমিউনিটি রেডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দাওয়াত দেন কেজরিওয়াল।

শপথ অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকে উল্লসিত আম আদমি পার্টির সমর্থকরা রামলীলা ময়দানে হাজির হতে থাকনে। তাদের কারও কারও হাতে ছিলো জাতীয় পতাকা ও দলীয় পতাকা। কারও হাতে শোভা পাচ্ছিলো অরবিন্দ কেজরিওয়ালের ছবি ও দলীয় প্রতীক ঝাড়ু।
 
দিল্লির পাশাপাশি হরিয়ানা সহ পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য থেকেও হাজার হাজার আম আদমি পার্টি সমর্থক হাজির হন শপথ গ্রহণ অনুষ্ঠানে। ভিড় সামলাতে গলদঘর্ম হতে হয় রামলীলা ময়দানের নিরাপত্তায় মোতায়েন করা কয়েক হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্যকে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।