ঢাকা: তুরস্কে ধর্ষণে ব্যর্থ হয়ে এক তরুণীকে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে আন্দোলন। হাজার হাজার নারী রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বাড়ি ফেরার পথে অপহৃত হন মনোবিজ্ঞানের ছাত্রী ওঝজেশান আসলান। এরপর শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২০ বছর বয়সী আসলানের লাশ মারসিন শহরের নদী থেকে উদ্ধার করে পুলিশ।
বিবিসির খবরে বলা হয়, আসলানকে বহনকারী গাড়ির চালক তাকে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে গলাকেটে হত্যা করা হয় আসলানকে।
ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ মিনিবাস চালক, তার বাবা ও এক বন্ধুকে গ্রেফতার করেছে। এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী আহমেত দাভুটোগলু ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫