পেশোয়ার: পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত অঞ্চলে পৃথক দুটি চালকবিহীন ড্রোন বিমান হামলায় রোববার অন্তত আট জঙ্গি নিহত হয়েছে। দেশটির একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
প্রথম হামলাটি চালানো হয় দক্ষিণ ওয়াজিরিস্তানে। এর কয়েক ঘণ্টা পরই উত্তর ওয়াজিরিস্তানে আরেকটি হামলা চালানো হয়। প্রতিটি হামলার ঘটনায় চার জন করে জঙ্গি নিহত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, প্রথমবার দুটি ক্ষেপণাস্ত্র হামলায় ঘটনায় চার জঙ্গি নিহত হয়েছে। দ্বিতীয়বার হাক্কানি নেটওয়ার্কের চত্বরে হামলা চালানো হয়।
সাম্প্রতিককালে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মধ্যে সহযোগিতা বেড়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার মনে হয়, তারা গোপনে গোয়েন্দা তথ্য পাচ্ছে। আর সে কারণে ড্রোনগুলো সক্রিয় হয়ে উঠছে। ”
এর আগে, শনিবার দণি ওয়াজিরিস্তানে ড্রোন হামলা চালালে কমপক্ষে ১২ জঙ্গি নিহত হয়।
উল্লেখ্য, পাকিস্তানে ২০০৮ সালের আগস্ট থেকে এখনও পর্যন্ত একশরও বেশি ড্রোন হামলার ঘটনায় প্রায় এক হাজার জন নিহত হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ২৬ , ২০১০