ঢাকা: বেশ কয়েকজন পশ্চিমা নাগরিকের শিরশ্ছেদ করে আলোচনায় আসা আইএস জঙ্গি ‘জিহাদি জন’ এর পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ ইমওয়াজি।
তিনি কুয়েত বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২০ বছরের মাঝামাঝি সময় থেকে তিনি পশ্চিম লন্ডনে থাকছেন। আগে তিনি ব্রিটেনের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।
বৃহস্পতিবার বিবিসি অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছরের আগস্টে ইমওয়াজিকে প্রথম একটি ভিডিও’তে দেখা যায়। সেখানে তিনি মার্কিন সাংবাদিক জেমস ফোলেকে শিরশ্ছেদ করেন।
এরপর তাকে আরেক মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফ, ব্রিটিশ ট্যাক্সি চালক অ্যালেন হেনিং ও মার্কিন ত্রাণ কর্মী আবদুল-রহমান কাসিংও হত্যা করতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫