ঢাকা: নাইজেরিয়ায় গত দু’দিনের বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ৩৪ জন। দেশটির উত্তরাঞ্চলের জস এবং উত্তর-পূর্বাঞ্চলের বিউ শহরে পৃথক এ দুটি বোমা বিস্ফোরণ ঘটে।
দেশটির উত্তরাঞ্চলের জোস শহরের একটি বাস স্টেশন ও মোটর পার্কে পরপর দুটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ১৫ জন নিহত হন বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়।
এদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) উত্তর-পূর্বাঞ্চলের বিউ শহরে একটি আত্মঘাতী বোমা হামলায় আরও ১৯ জন নিহত হন। এতে আহত হন আরও ১৭ জন। জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে প্রতিরোধ করতে গঠিত সিভিলিয়ান জয়েস্ট টাস্ক ফোর্স এর সদস্য নাসিরু বুহারি এ হামলার জন্য বোকো হারামকে দায়ী করেছেন।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫