ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

থাইল্যান্ডে জঙ্গিদের গুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০
থাইল্যান্ডে জঙ্গিদের গুলিতে নিহত ৪

নারাথিওয়াত: থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে চার জন নিহত হয়েছে। বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।



গত মঙ্গলবার নারাথিওয়াত প্রদেশে একজন ও পার্শ্ববর্তী ইয়ালা প্রদেশে একজন নিরাপত্তা স্বেচ্ছাসেবককে গুলি করে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, একইদিন পাত্তানি প্রদেশেও দুই জনকে পৃথক হামলায় গুলি করে হত্যা করা হয়েছে।

ইয়ালা প্রদেশেও একইদিন থাই সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সন্দেহভাজন একজন জঙ্গি নিহত হয়েছে।

চলতি মাসে থাইল্যান্ডের ঝঞ্ঝাবিুব্ধ এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি হয়েছে। আগামী অক্টোবর পর্যন্ত এ অবস্থা  চলবে। গত ছয় বছরে দেশটিতে অস্থির অবস্থার মধ্যে চার হাজার একশরও বেশি মানুষ নিহত হয়েছে।

জঙ্গিদের হামলার লক্ষ্যবস্তু বৌদ্ধ ও মুসলিম উভয় ধর্মাবলম্বী মানুষ। তাদের লক্ষ্য সম্পর্কে তেমন কিছু জানা যায় না।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।