বেইজিং: ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা নতুন নিষেধাজ্ঞা মানতে অস্বীকৃতি জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং ইউ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিটিতে জিয়াং ইউ বলেন, “ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের বহুপাক্ষিক নিষেধাজ্ঞায় চীন অস্বীকৃতি জানাচ্ছে। ”
তিনি বলেন, “আমরা আশা করছি, এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক তৎপরতায় অংশ নেবে এবং আলোচনা ও সমঝোতার মাধ্যমে এর সমাধান করবে। ”
ইরানের তেল ও গ্যাস শিল্পকে লক্ষ্যবস্তু করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীরা সোমবার আনুষ্ঠানিকভাবে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এর আগে জাতিসংঘ চতুর্থ বারের মতো দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। মূলত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতেই জাতিসংঘ গত মাসে এ সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১০