জেরুজালেম: ইসরায়েলের দক্ষিণে ইলিয়াত অঞ্চলের একটি অবকাশ যাপন কেন্দ্র ও তার আশেপাশে অন্তত পাঁচটি রকেট আঘাত হেনেছে। ইসরায়েলি পুলিশ জানিয়েছে সোমবার স্থানীয় সময় ৭ টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড বার্তা সংস্থা এএফপি’কে বলেন, “ইলিয়াত ও এর আশেপাশের এলাকায় পাঁচটি বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। দেখে মনে হচ্ছে রকেট হামলাই এজন্য দায়ী”।
বিস্ফোরণে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে জানিয়ে তিনি বলেন, “আমরা এখনো রকেটগুলির খোঁজে অনুসন্ধান চালাচ্ছি”।
ইলিয়াতের পুলিশ প্রধান মোশে কোহেন বলেন, “দৃশ্যতই এক বা দুটি রকেট জর্ডান ভূখন্ডে গিয়ে পড়েছে। আর অন্য দুটি পানিতে গিয়ে পড়ে”। তবে পঞ্চম রকেটটি কোথায় আঘাত হেনেছে তা তিনি জানাননি।
কোহেন আরো বলেন, প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানা গিয়েছে রকেটগুলি দক্ষিণ থেকে ছোঁড়া হয়েছে। তবে তদন্ত এখনো শেষ হয়নি।
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এর এক মুখপাত্র বলেন, “আইডিএফ ও ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলটিতে তল্লাশি চালাচ্ছেন ও রকেট নিক্ষেপের উৎসস্থল খূঁজে বের করার চেষ্টা করছেন। একইসঙ্গে মিশর ও জর্ডানের কর্তৃপক্ষের সঙ্গেও তাঁরা সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। ”
বাংলাদেশ স্থানীয় সময়: ১২২৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০১০